কুমারী পূজা কুমারী পূজায় বিভিন্ন বয়সের কুমারী অথবা কন্যা: কুমারী পূজা তে বিভিন্ন বয়সের কন্যাকে অথবা কুমারীকে পূজা করা হয়। বিভিন্ন বয়সের কন্যাকে বিভিন্ন নামে জানা যায়, যেমন ১ বছরের কন্যা সন্ধ্যা, ২ বছরের কন্যা সরস্বতী, ৩ বছরের কন্যা কৃষ্ণমূর্তি,ত্রিধামূর্তি ৪ বছরের কন্যাকে কালিকা, ৫ বছরের কন্যা সুভাগা, ৬ বছরের কন্যা উমা ৭ বছর কুমারী মালিনী, ৮ বছরের কন্যা পঞ্জিকা, ৯ বছরের কন্যা কালসন্দর্ভা, ১০ বছরের কন্যা অপরাজিতা, ১১ বছরের কন্যাকে রুদ্রাণী, ১২ বছরের কন্যাকে ভৈরবী, ১৩ বছরের কন্যাকে মহালক্ষ্মী, ১৪ বছরের কন্যাকে পঠিনায়িকা, ১৫ বছরের কন্যা কে ক্ষেত্রজ্ঞা ১৬ বছরের কন্যা কে কুমারী পূজার মধ্যে অম্বিকা নামে পূজা করা হয়। সনাতন হিন্দু ধর্মে কুমারী রূপে মাতৃ আরাধনা সুপ্রাচীন ৷ ঋগ্বেদের দেবী সূক্তে , ত্রৈতেরীয় আরণ্যক , বিভিন্ন পুরাণ এবং মহাভারতের ভীষ্ম ও বিরাট পর্বে কুমারী পুজোর কথা আছে ৷ অর্জুন কুমারী পূজা করেছিলেন ৷শ্বেতাশ্বতর উপনিষদেও রয়েছে কুমারীর উল্লেখ ৷ তবে , রামচন্দ্রের রাবণ বধের জন্য দেবগণ যজ্ঞে