Posts

Best palmist in Kolkata

Image
  Ramapada Acharjee, one of the Best palmist in Kolkata, is famous for his ability to make accurate predictions. His knowledge of astrology and his skill in palm reading and its impact on the life of living beings for over 30 years havehelped to improve the lives of many people. He is a Vedic astrologer and specializes in Traditional Astrology, Palmistry reading, Vastu etc.And he is also considered as Best palmist in India..

Libra

Image
  Libra is the seventh astrological sign in the zodiac. Libra is Latin for scales. The Sun transits this sign on average between September 23 (September equinox) and October 23. Under the sidereal zodiac, the Sun currently transits the constellation of Libra from approximately October 31 to November 22. The symbol of the scales is based on the Scales of Justice held by Themis, the Greek personification of divine law and custom. She became the inspiration for modern depictions of Lady Justice. The ruling planet of Libra is Venus. Libra Positive Traits # Romantic # Charming # Great Listener # Fair # Idealist # Understanding Libra Negative Traits # Lazy # Indecisive # Superficial # Manipulative People born under the sign of Libra are peaceful, fair, and they hate being alone. The partnership is very important for them, seeking someone with the ability to be the mirror to themselves. These individuals are fascinated by balance and symmetry, they are in a constant chase for justice and equa

কুমারী পূজা

Image
 কুমারী পূজা কুমারী পূজায় বিভিন্ন বয়সের কুমারী অথবা কন্যা: কুমারী পূজা তে বিভিন্ন বয়সের কন্যাকে অথবা কুমারীকে পূজা করা হয়। বিভিন্ন বয়সের কন্যাকে বিভিন্ন নামে জানা যায়, যেমন ১ বছরের কন্যা সন্ধ্যা, ২ বছরের কন্যা সরস্বতী, ৩ বছরের কন্যা কৃষ্ণমূর্তি,ত্রিধামূর্তি ৪ বছরের কন্যাকে কালিকা, ৫ বছরের কন্যা সুভাগা, ৬ বছরের কন্যা উমা   ৭ বছর কুমারী মালিনী, ৮ বছরের কন্যা পঞ্জিকা,  ৯ বছরের কন্যা কালসন্দর্ভা, ১০ বছরের কন্যা অপরাজিতা, ১১ বছরের কন্যাকে রুদ্রাণী, ১২ বছরের কন্যাকে ভৈরবী, ১৩ বছরের কন্যাকে মহালক্ষ্মী, ১৪ বছরের কন্যাকে পঠিনায়িকা, ১৫ বছরের কন্যা কে ক্ষেত্রজ্ঞা  ১৬ বছরের কন্যা কে কুমারী পূজার মধ্যে অম্বিকা নামে পূজা করা হয়।                                                                                     সনাতন হিন্দু ধর্মে কুমারী রূপে মাতৃ আরাধনা সুপ্রাচীন ৷ ঋগ্বেদের দেবী সূক্তে , ত্রৈতেরীয় আরণ্যক , বিভিন্ন পুরাণ এবং মহাভারতের ভীষ্ম ও বিরাট পর্বে কুমারী পুজোর কথা আছে ৷ অর্জুন কুমারী পূজা করেছিলেন ৷শ্বেতাশ্বতর উপনিষদেও রয়েছে কুমারীর উল্লেখ ৷ তবে , রামচন্দ্রের রাবণ বধের জন্য দেবগণ  যজ্ঞে

Durga Puja

Image
 বাঙালিরা যখন দুর্গাপূজা পালন করেন, তখন ভারতের কোথাও পালিত হয় দশেরা কোথাও বা নবরাত্রি। দশেরা কোথাও কোথাও পরিচিত দশহরা নামে, কোথাও বা দশাইন। কোনও কোনও জায়গায় একে বিজয়াদশমীও বলা হয়। আসলে দশেরা হল দেবীপক্ষের দশম দিন বা নবরাত্রির দশম দিন। এই দিন লঙ্কায় দশানন রাবণকে হারিয়ে রাম যুদ্ধ জয় করে সীতা উদ্ধার করেছিলেন। স্থানীয় ভাষায় দশহরা শব্দের অর্থও তা-ই। দশ মানে দশানন রাবণ, আর হরা মানে হার।         দশহরা শব্দটি এসেছে সংস্কৃত থেকেও। দশ + অহ = দশারহ = দশহরা। ‘অহ’ শব্দের অর্থ দিন। ৯ রাত্রি ১০ দিন ধরে অবিরাম লড়াইয়ের পর দেবী দুর্গা দশম দিনে মহিষাসুরকে বধ করেন। সুতরাং এই দিন দেবীর জয়ের দিন। সে জয় ভারতবাসী উদযাপন করে মা দুর্গার পুজো করে। কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড ও পশ্চিম বিহারে নবরাত্রির প্রথম দিনে মাটির টবে বার্লির বীজ পুঁতে দেওয়া হয়। বীজ থেকে যে অঙ্কুর বেরোয়, নয় রাত্রির পর দশম দিনে পুরুষরা তা তাঁদের টুপিতে পরেন বা কানের পিছনে লাগিয়ে রাখেন। এই অঙ্কুরকে সৌভাগ্যের প্রতীক ভাবা হয়। গোটা উত্তর ভারত ও মহারাষ্ট্রের একাংশে রামের সম্মানে দশেরা পালন করা হয়। রামের বিজয়ের দ

Aries (Latin for “ram”)

Image
  Aries (Latin for “ram”) is the first astrological sign in the wheel, gauging the first 30 degrees of empyrean longitude (0 ° ≤ λ< 30 °), and originates from the constellation of the same name. Under the tropical wheel, the Sun transits this sign from roughly March 21 to April 19 each time. This time duration is exactly the first month of the Solar Hijri timetable (Arabic Hamal/ Persian Farvardin/ Wray). Aries contains no veritably bright stars; the brightest star, Hamal (Arabic for “ lamb”), has a magnitude of 2.0. The first point of Aries, or vernal equinox, is an crossroad of the elysian ambit with the apparent periodic pathway of the Sun and the point in the sky from which elysian longitude and right ascent are measured. The vernal equinox no longer lies in Aries but has been moved into Pisces by the precession of the equinoxes. If someone is looking for live astrology and searches for best astrologer in India or best astrology site in India then he definitely finds Jyotish Ram

Astrologer Ramapada Acharjee

Image
 

সোমনাথ মন্দির

Image
                 সোমনাথ মন্দির   সোমনাথ মন্দির, এটি ভারতের গুজরাটের ভেরাভাল , আরব সাগরের পাড়ে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি এবং শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম বলে মনে করা হয়। একাধিক মুসলিম আক্রমণকারী এবং শাসকদের দ্বারা বারবার ধ্বংসের পর মন্দিরটি অতীতে বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছিল, উল্লেখযোগ্যভাবে 11 শতকে মাহমুদ গজনীর আক্রমণ থেকে শুরু হয়েছিল। সোমনাথ মন্দিরটি সক্রিয়ভাবে ঔপনিবেশিক যুগের ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের দ্বারা 19 থেকে 20 শতকের প্রথম দিকে অধ্যয়ন করা হয়েছিল, যখন এর ধ্বংসাবশেষগুলি একটি ঐতিহাসিক হিন্দু মন্দিরকে একটি ইসলামী মসজিদে রূপান্তরিত করার প্রক্রিয়ার চেষ্টা করা হয়েছিল। ভারতের স্বাধীনতার পরে, সেই ধ্বংসাবশেষগুলি ভেঙে ফেলা হয়েছিল এবং বর্তমান সোমনাথ মন্দিরটি হিন্দু মন্দির স্থাপত্যের মারু-গুর্জারা শৈলীতে পুনর্নির্মাণ করা হয়েছিল। এটি জুনাগড় থেকে 82 কিলোমিটার দক্ষিণে ,এটি ভেরাভাল রেলওয়ে জংশনের প্রায় 7 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। অনেক হিন্দু গ্রন্থে সবচেয়ে পবিত্র শিব তীর্থস্থানগুলির