তারাপীঠে
কোটি কোটি মানুষের মনে শত বছরের পুরনো বিশ্বাস যে- তারা পীঠ মন্দিরে পূজা ও প্রার্থনার পর কেউই খালি হাতে ফিরে আসে না এবং তাদের গৃহস্থ...
কালীকে বাংলার অন্যতম প্রধান দেবতা হিসাবে গণ্য করা হয়। কালী একাধিক রূপের সাথে এক শক্তিশালী এবং জটিল দেবী। ঈশ্বর বিভিন্ন ভূমিকা এবং ব্যক্তিত্ব সহ বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে।
শিবের রুদ্র তান্ডবের সময় সতীর দেহের বিভিন্ন অংশ পতিত হয়েছে বলে বলা হয় এবং সমগ্র ভারত জুড়ে বিভিন্ন শক্তি পীঠম গঠন করে।
আমি তারাপীঠে আগামি শুক্রবার,
১৭ ফেব্রুয়ারি থেকে
মহা শিবরাত্রি ও অমাবস্যা যোগে মহাশ্মশানের মহাযজ্ঞ উপলক্ষ্যে ও মা তারার দর্শনের জন্য উপস্থিত থাকব।
Comments
Post a Comment