বৌদ্ধ জয়ন্তী
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাসের পূর্ণিমায় বৌদ্ধ জয়ন্তী (পূর্ণিমা) উদযাপিত হয়।ঐতিহাসিকদের মতে, যুবরাজ সিদ্ধার্থ গৌতম বর্তমান নেপালের লুম্বিনিতে ৫৬৩ সালে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ তপস্বী ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীতে নেপালের লুম্বিনিতে জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ মানব সভ্যতার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। মানুষের জীবনে দুঃখ,কষ্ট, বেদনা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি তাঁর অনুসারীদের কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। গৌতম বুদ্ধ বলেছেন যে নির্বাণ লাভ বা কামনা থেকে মুক্তি দুঃখের অবসান ঘটায়। এর মাধ্যমে অজ্ঞতা দূর হয়। মেলে পূর্ণ শান্তি।
Comments
Post a Comment