Posts

Showing posts from May, 2022

তখন 1995 সালে ত্রিপুরার Matabari মন্দিরে। আজ 2022 এ আমি ।।

Image
                    তখন 1995 সালে ত্রিপুরার Matabari মন্দিরে। আজ 2022 এ আমি ।। ত্রিপুরা সুন্দরী মন্দির হল দেবী ত্রিপুরা সুন্দরীর একটি হিন্দু মন্দির, যা স্থানীয়ভাবে দেবী ত্রিপুরেশ্বরী নামে বেশি পরিচিত। মন্দিরটি প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত, ত্রিপুরার আগরতলা থেকে প্রায় 55 কিমি দূরে এবং আগরতলা থেকে ট্রেন ও সড়কপথে যাওয়া যায়। এটিকে দেশের এই অংশের অন্যতম পবিত্র হিন্দু মন্দির বলে মনে করা হয়। এই মন্দিরের নামানুসারে ত্রিপুরা রাজ্যের নামকরণ করা হয়েছে। মাতাবাড়ি নামে জনপ্রিয়, মন্দিরটি একটি ছোট টিলার উপর স্থাপিত, যেহেতু একটি টিলার আকৃতি কচ্ছপের (কুর্মা) কুঁজের অনুরূপ এবং এই আকৃতিটিকে কুর্মাপ্তি নামক একটি শক্তি মন্দিরের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়, তাই এই নামটিও দেওয়া হয়েছে। কূর্ম পীঠের। দেবীকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পুরোহিতরা পরিবেশন করেন। মন্দিরটিকে 51টি শক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়; কিংবদন্তি বলে সতীর বাম পায়ের কনিষ্ঠ আঙুল এখানে পড়েছিল। এখানে, শক্তি ত্রিপুরসুন্দরী রূপে পূজিত হন এবং ভৈরব হলেন ত্রিপুরেশ। মূ...

বৌদ্ধ জয়ন্তী

Image
  হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাসের পূর্ণিমায় বৌদ্ধ জয়ন্তী (পূর্ণিমা) উদযাপিত হয়।ঐতিহাসিকদের মতে, যুবরাজ সিদ্ধার্থ গৌতম বর্তমান নেপালের লুম্বিনিতে ৫৬৩ সালে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ তপস্বী ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীতে নেপালের লুম্বিনিতে জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ মানব সভ্যতার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। মানুষের জীবনে দুঃখ,কষ্ট, বেদনা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি তাঁর অনুসারীদের কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। গৌতম বুদ্ধ বলেছেন যে নির্বাণ লাভ বা কামনা থেকে মুক্তি দুঃখের অবসান ঘটায়। এর মাধ্যমে অজ্ঞতা দূর হয়। মেলে পূর্ণ শান্তি। গৌতম বুদ্ধের সেরা কিছু বাণী যা সর্বদা প্রাসঙ্গিক: অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্ত করে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তা তোমার দাসত্ব মেনে নেবে। প্রতিটি অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকে শিখি। মনের ভেতর থেকে শান্তি আসে, তাই তাকে ছাড়া শান্তি খুঁজো না। যে মানুষকে ভালোবাসে তাকে ঘিরে থাকে দুঃখ আর যে ভালোবাসে না তার কোনো সংকট নেই।. সব কিছুর জন্য মনই আস...