শ্রাবণকে বলা হয় শিবের মাস

 ওম নমঃ শিবায়

শ্রাবণকে বলা হয় শিবের মাস! কেন জানেন?


পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। মন্দিরে তো বটেই, বাড়িতেও পুজো হয় মহাদেবের।
হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক
পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন।।
হিন্দু ধর্মে এই মাসের গুরুত্ব ও মাহাত্ম্য অনেক।
ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন।

শ্রাবণ মাসকে দেবাদিদেব শিবের মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। মন্দিরে তো বটেই, বাড়িতেও পুজো হয় মহাদেবের। 'হর হর মহাদেব' (Har Har Mahadev) উচ্চারণ করে দেশের ভিন্ন প্রান্তে ভোলেবাবার ভক্তদের সমাগম হয়।

মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস। তাই তাঁকে সন্তুষ্ট করে ভক্তেরা কোনও ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ জল ঢালেন শিবভক্তেরা। এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন।



পুরাণ মতে, এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব, হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তাঁর সারা শরীর নীল হয়ে যায় বলেই, শিবের আরেক নাম 'নীলকণ্ঠ'। সেই সময় দেবী পার্বতী তাঁর স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এই ভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাঁকে 'সৃষ্টির রক্ষাকর্তা' বলা হয়।
এই বছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার

★১৯ জুলাই ২০২১ - প্রথম সোমবার
★২৬ জুলাই ২০২১- দ্বিতীয় সোমবার
★০২ অগস্ট ২০২১- তৃতীয় সোমবার
★০৯ অগস্ট ২০২১ - চতুর্থ সোমবার
★১৬ অগস্ট ২০২১ - পঞ্চম সোমবার
শ্রাবণ মাসে পুজোর নিয়ম
শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভাল। উপবাস না করতে পারলে এদিন নিরামিষ খেতে হয়।

ভক্তি মনে মহাদেবের পায়ে ফুল, বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনও রকম বিপদ-আপদ আসবে না৷

'শ্রাবণ' শব্দের উৎস হয়েছে 'শ্রবণ' থেকে। তাই এই সময়কাল শুভ কথা শোনার মাস।
প্রতি সোমবার স্নান করে শিবস্তোত্র পাঠ করলে তা অত্যন্ত শুভ।
যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান, শ্রাবণ মাস তাঁদের জন্য সবচেয়ে ভাল সময়।
এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয়।
শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে।
শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণ করলে মনের শান্তি রক্ষার পাশাপাশি বিপদমুক্ত হওয়া যায়।
ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।
কঠিন সময়ে বিপদমুক্ত করবে মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র!

শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করেন নিষ্ঠা করে পুজো করেন ভোলেবাবার। মনে করা হয় এই পুজো যারা করেন তাঁদের সুখ- সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয়।
হর হর মহাদেব
জয় মহাকাল

Comments

Popular posts from this blog

How to cross check the authenticity of an Astrologer | Best astrologer in kolkata

Discover the Power of Palmistry and Astrology in Your Life

Sexual Orientation and Gender Identity LGBTQ+