Posts

Showing posts from August, 2022

কৌশিকী অমাবস্যা

Image
  কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা ৯ই ভাদ্র শুক্রবার (26.08.2022) দুপুর ১২ টা থেকে ১০ই ভাদ্র শনিবার (27.08.2022) দুপুর ১টা পর্যন্ত থাকবে ।। মহা-কৌশিকী অমাবস্যার তাৎপর্য্য সৃষ্টি-স্থিতি-প্রলয়কারীনি মা তারা "কৌশিকী" রূপে এই দিব্য তিথিতেই অশুভের প্রতীক শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। ১৮৬৪ সালে, মাত্র ২৬ বছরের যুবক অবস্থায় এই দিব্য কৌশিকী অমাবস্যাতেই  শ্রী শ্রী বামদেব পরমসিদ্ধি লাভ করেন মহাপীঠ তারাপীঠ এর মহাশ্মশানেই। কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথি টি একটু বিশেষ কারণ অনেক কঠিন ও গুহ্য সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ গুরুত্ব আছে।সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে, ও সিদ্ধি লাভ করতে পারেন। চন্ডী তে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনী তে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মা কে তুষ্ট করলে চতুরানন তাদের বর প্রদান করেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু কোনো অ-যোনি সম্ভূত নারী তাদের বধ করতে প...

Live Fearlessly.

Image
 
Image
 

বটেশ্বর হিন্দু মন্দির

Image
  বটেশ্বর হিন্দু মন্দির হল প্রায় 200টি বেলেপাথরের হিন্দু মন্দির এবং তাদের ধ্বংসাবশেষ মধ্যপ্রদেশে, এটি গোয়ালিয়রের উত্তরে প্রায় 35 কিলোমিটার এবং মোরেনা শহরের পূর্বে প্রায় 30 কিলোমিটার। মন্দিরগুলি বেশিরভাগই ছোট এবং প্রায় 25 একর জুড়ে বিস্তৃত। তারা শিব, বিষ্ণু এবং শক্তিকে উত্সর্গীকৃত - হিন্দুধর্মের মধ্যে তিনটি প্রধান ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। স্থানটি চম্বল নদী উপত্যকার, পদাবলির কাছে একটি পাহাড়ের উত্তর-পশ্চিম ঢালে যা মধ্যযুগের প্রধান বিষ্ণু মন্দিরের জন্য পরিচিত। বটেশ্বর মন্দিরগুলি 8ম এবং 10ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল।

🌹जय श्री राधे कृष्णा....🙏

Image
        जय श्री राधे कृष्णा.... आप कोई भी हों, संसार में आए हैं तो संघर्ष हमेशा रहेगा, "कृष्ण" ने हर परिस्थिति को जिया और जीता । "कृष्ण" कहते हैं कि... परिस्थिति से भागो मत, उसके सामने डटकर खड़े हो जाओ, क्योंकि कर्म करना ही मानव जीवन का पहला कर्तव्य है । हम कर्मो से ही परेशानियों से जीत सकते हैं । कर्म जीवन का मुख्य विषय है, शब्दों का हेर-फेर भले ही पकड़ नहीं आता है, पर सच में हर कोई कर्म से ही पहचाना जाता है ।